মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রকাশিত : ০৮ মার্চ ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

প্রতিনিধি
”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, বিশেষ অতিথি উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, ব্র্যাক প্রতিনিধি আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিল ইশরাত জাহান ডলি, নারী উদ্যোক্তা জুবাইদা মেহদী, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, উপজেলা তথ্য আপা মেহরিনা নাসরিন, ভিআর ডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।
সিলেটের জমিন/০৮মার্চ, ২০২৩