ইউপি নির্বাচনে ভোটারদের ভিড়
প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩ ১০:৫৭ পূর্বাহ্ণ

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সবরকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া দুই ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ২৫টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১৬৭টি। মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৬৬৪ জন। এরমধ্যে নারী ভোটার ৩০ হাজার ৪৫০ জন ও পুরুষ ৩২ হাজার ২১৪ জন।
এদিকে সকাল থেকে লম্বা সারিতে দাঁড়িয়ে ভোটারদেরকে ভোট দিতে দেখা গেছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
সিলেটের জমিন/১৬মার্চ, ২০২৩