সিলেট খাদিমনগর ইউপি নির্বাচন: ফরিংউড়া কেন্দ্রে বিশৃঙ্খলা
প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চরম বিশৃঙ্খলার মধ্যে ভোটগ্রহণ চলছে।তবে ভোটগ্রহনের গতি একেবারেই ধীর।এজন্য ইভিএম অনভিজ্ঞতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
প্রিজাইটিং অফিসার, ভোটার, অ্যাজন্টদের সাথে আলাপকালে জানা গেছে এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ৪ হাজার।
বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রটিতে শ’শ’ ভোটার লাইনে দাঁড়াতে শুরু করেন। তবে বিপত্তি বাঁধায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন। এ মেশিনে প্রচুর সময় লাগছে বলে ভোটগ্রহনের সাথে জড়িত কর্মকর্তারাও স্বীকার করেছেন।
ভোটগ্রহণের গতি স্লো কেন, এমন প্রশ্নের জবাবে একজন কর্মকর্তা জানালেন, মেশিন যেভাবে নিচ্ছে আমরা সেভাবেই কাজ করছি।
আব্দুল হাসিব নামক একজন ভোটার তার ইভিএম-এ ভোট দেয়ার অভিজ্ঞতা বলেন, লাইনো আড়াই ঘন্টা উবাইয়া মেশিনো গেলাম। হিনো গিয়া আরও ১৫/১৬ মিনিট পরে ভোট দিলাম।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রের বাইরে কয়েকশ’ মহিলা ও পুরুষ ভোটারকে ঠেলাধাক্কা করতে দেখা গেছে। একই সময় কেন্দ্রের ভেতরেওবুথের সামনে শতাধিক ভোটরকে বিশৃঙ্খল অবস্থায় দেখা গেছে।
কেন্দ্রে নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের অনেকটা নিস্ক্রিয় থাকতে দেখা গেছে।
এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার প্রিয়পদ রায় জানান, এখানে দুটি বুথের জায়গায় ১০টি বুথ দেয়া হয়েছে। ভোটার প্রায় ৪ হাজার। এ অবস্থায় কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে। একবার ভ্রাম্যমান আদালতের সাহায্যে শৃঙ্খলা ফেরানো হয়েছিল। আবার সাহায্য নেয়া হবে।
সিলেটের জমিন/১৬মার্চ, ২০২৩