জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ শুক্রবার দিন ব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া মাহফিল, বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, অস্থায়ী উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইূয়ম মশাহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহামদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ প্রমূখ। এসব পৃথক অনুষ্ঠানে এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সিলেটের জমিন/১৭মার্চ, ২০২৩