জগন্নাথপুরে রাসেল রহমানকে প্রাণঢালা অভিনন্দন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০২৩-০৫-২২ ০৭:০২:১৫ / Print

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসা গভর্নিংবডির অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় মো. রাসেল রহমানকে দেশ/বিদেশে থাকা শিক্ষানুরাগী, অভিভাবক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জানাগেছে, গত ২০ মে জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার গভর্নিংবডি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে সাইকেল প্রতীকে সর্বোচ্চ ১৭৯ ভোট পেয়ে ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সবার প্রিয়মুখ মো. রাসেল রহমান প্রথম অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। তিনি হবিবপুর শাহপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে।
এদিকে-২২ মে সোমবার সবার প্রিয়জন মো. রাসেল রহমান নির্বাচিত হওয়ায় তাঁকে দেশ/বিদেশে থাকা শিক্ষানুরাগী, অভিভাবক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী রুমেন রহমান, শামসুল ইসলাম রাজন, সুজাত উল্লাহ মিসবাহ, রুহেল রহমান, ফিরোজা রহমান রুনা। প্রবীণ শিক্ষানুরাগী ও সমাজসেবক মঞ্জুর রহমান পাখি, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শিক্ষানুরাগী ও সমাজকর্মী সুজন আহমদ, জুমেন আহমদ, শামসুর রহমান অলিদ, রুহান রহমান, মনির হোসেন মুন্না ও তানভীর মুসা। অভিনন্দন জ্ঞাপনকারীরা নব-নির্বাচিত অভিভাবক প্রতিনিধি মো. রাসেল রহমানের দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেছেন।
সিলেটের জমিন/রবিবার, ২১ মে ২০২৩