
তাওবা কল্যাণের হাতিয়ার

সিলেটের জমিন ডেস্ক
২০২৩-০৮-০৩ ১০:৫৭:১৯ / Print

গুনাহ হলো একটা শহর, যেই শহরে কেউ একবার ঢুকে গেলে বের হওয়া তেমনই কঠিন, যেমন চলন্ত ট্রেন থেকে নামা কঠিন।রুপক অর্থে ট্রেন থামা হলো তাওবা। চলন্ত ট্রেন না থামা পর্যন্ত যেমন ট্রেন থেকে নামা দুষ্কর, তাওবা ছাড়া গুনাহের শহর থেকে বের হওয়া তেমনই অসম্ভব। কেবল ট্রেন থামার পরই ট্রেন থেকে নামা যায়। তেমনি গুনাহের শহর থেকে বের হয়ে আল্লাহর রহমতের ছায়াতলে আসতে হলে তাওবার মাধ্যমেই ফিরতে হবে।বর্তমানে প্রতিটা যুবকই গুনাহের শহরে বন্দি। গুনাহ নামক এই শহরটার প্রতিনিধিত্ব করে মোবাইল নামক নীরব ঘাতক। নীরবে-নিভৃতে এই শহরেই তুমি আমি আর আমাদের মতো অসংখ্য যুবক দিনের পর দিন হারিয়ে যাচ্ছে।
মোবাইলের চারকোণা স্ক্রিনের প্রতি আঘাত আসক্তি, শয়তানের আমন্ত্রণে অশ্লীল জগতে চলাফেরা। স্মার্ট ফোন বা ল্যাপটপের জানালা দিয়ে ইন্টারনেটের এই অশ্লীল জগতে ঘোরাফেরা করে ফুলের মতো সুন্দর যৌবনকে বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরামি আর অপবিত্রতার মাধ্যমে লন্ডভন্ড করে ফেলছে অনেক সৌভাগ্যবান মুসলিম।
আল্লাহর অমূল্য নিয়ামত চোখের নিকৃষ্ট ব্যবহার। অতঃপর নফসের সাথে জুলুম, আল্লাহর নিয়ামত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতঙ্গের সাথে জুলুম।
প্রতিনিয়ত নিজের প্রতি এই জুলুমের কারণে এক সময় বরকতময় চেহারায় ভাঙন ধরে। শয়তানের অসওয়াসা আর কুমন্ত্রনায় সুখ স্বাচ্ছন্দ্যে ঘেরা জীবন হতাশার কালো আগুনে তছনছ হয়ে যায়। রহমতের আলো তখন অকল্যাণের আঁধারে হারিয়ে যায়।
চারদিকে অশান্তির বাতাসে জীবনটা বেদনাবিধুর হয়ে ওঠে। অকল্যাণের পথে চলা অনেক অপরাধী এক সময় নিজের ভুল বুঝতে পেরে কল্যাণের পথে ফিরে আসতে চায়। কল্যাণকামী এই অপরাধীদের জীবনে কল্যাণ ফিরে আসার একমাত্র হাতিয়ার হলো তাওবা।
সিলেটের জমিন/বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩

এ জাতীয় আরো খবর

