"সিলেটে পুলিশ ম্যাজিস্ট্রেসী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত"

সিলেটের জমিন ডেস্ক
২০২৩-০৫-২৪ ০৯:৪৪:৩৫ / Print

২৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ জনাব কাওছার আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, সিলেট এর সভাপতিত্বে চীফ জুডিসিয়্যাল কনফারেন্স হলে "পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স" অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন মহামান্য সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মশিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ন্যায় বিচারের স্বার্থে সিলেটে একটি মাদক দ্রব্য পরীক্ষাগার স্থাপনের জন্য গুরুত্ত্বারোপ করে মেডিক্যাল সার্টিফিকেট দ্রুত প্রদানের জন্য সিলেট ওসমানী মেডিক্যালের সংশ্লিষ্ট চিকিৎসক ও সিভিল সার্জনের প্রতি আহবান জানান। কোন লোক নেশা জাতীয় দ্রব্যাদি পান বা সেবন করলে তাকে গ্রেপ্তার করার পর মাদক পান বা সেবনের বিষয়টি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা যায় সে বিষয়ের প্রতিও গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন আমরা বিচার করবো জনগণের স্বার্থে, যাতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।
সভাপতি মহোদয় দ্রুত বিচার নিস্পত্তির জন্য জ্যুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেটদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মামুন সিলেট অঞ্চলের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে প্রতিটি থানার পুলিশ অফিসার ইনচার্জদের প্রতি নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুত কোটের ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ারুল হক, এডিএম ম্যাজিস্ট্রেট, সিআইডি বিভাগের বিশেষ পুলিশ সুপার, পিবিআই পুলিশ সুপার, সিলেট বারের সভাপতি ও সাধারন সম্পাদক, এডিশনাল পিপি জনাব নিজাম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তাসহ সিলেট জেলার প্রতিটি থানার পুলিশ অফিসার ইনচার্জ ও প্রমুখ।
সিলেটের জমিন/বুধবার, ২৪ মে ২০২৩