বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন

মসজিদে প্রবেশের পর যেসব কাজ সুন্নত

সিলেটের জমিন ডেস্ক

২০২৩-০৫-২৫ ০৪:৩২:২১ /

একজন মুমিনের দৈনন্দিন জীবনের সঙ্গে মসজিদের গভীর সম্পর্ক। রবের সান্নিধ্য পেতে এবং তার সামনে হাজিরা দিতে প্রতিদিন পাঁচবার মসজিদে যেতে হয়। বেশি বেশি মসজিদে যাতায়াত করা ব্যক্তিদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে হাদিসে। 

বেশি বেশি মসজিদে যাওয়ার পুরস্কার

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি সকাল-সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সকালে অথবা সন্ধ্যায় যতবার সে মসজিদে যায়, ততবারই আল্লাহ তায়ালা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। (সহিহ বুখারি, ৬৩১, সহিহ মুসলিম, ১৫৫৬, সহিহ ইবনে খুজাইমা, ১৪৯৬, সহিহ ইবনে হিব্বান, ২০৩৭)

মসজিদে প্রবেশের পর যেসব কাজ সুন্নত

মসজিদে প্রবেশের পর এর আদব রক্ষা করা এবং সুন্নতগুলোর প্রতি যতœশীল হওয়া আবশ্যক। মসজিদে প্রবেশের পর যেসব সুন্নতের প্রতি খেয়াল রাখবেন, তাহলো-

১. মসজিদে প্রবেশের সময় নফল ইতেকাফের নিয়ত করা।

২. মসজিদে বসে আছেন বা নামাজ পড়ছেন না এমন ব্যক্তিদের এমনভাবে সালাম দিতে হবে যেন নামাজরতদের নামাজে কোনও ব্যাঘাত না ঘটে।

৩. হারাম এবং মাকরুহ সময় না হলে মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ পড়া। 

৪. কাউকে কোনও গুনাহের কাজ করতে দেখলে বাধা দিতে হবে।

৫. মসজিদে বেচা-কেনা করা যাবে না।

৬. আল্লাহর জিকির, তাসবিহ ছাড়া জোরে আওয়াজ করে কথা না বলা।

৭. কোনও ধরনের হইচই না করা এবং দুনিয়াবী কথা না বলা।

৮. মানুষের ঘাড় বা কাঁধের উপর দিয়ে সামনের কাতারে না যাওয়া।

৯. কাতারের মাঝে ঠাসাঠাসি করে না দাঁড়ানো।

১০. কোনও নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা না করা।

১১. মসজিদে ময়লা-আবর্জনা এবং কফ, থুথু, নাকের সর্দি না ফেলা।

১২. মসজিদে আঙ্গুল না ফোটানো।

১৩. মসজিদে কোরআন তেলাওয়াত, হাদিস, ফেকাহ, ইত্যাদি দ্বীনী কাজ করা উত্তম।

সিলেটের জমিন/ ২০২৩-০৫-২৫

এ জাতীয় আরো খবর

ওসমানীতে কক্লিয়ার ইমপ্লান্ট : এক বছরে শ্রবণশক্তি ফিরে পেলেন ৩৭ জন

ওসমানীতে কক্লিয়ার ইমপ্লান্ট : এক বছরে শ্রবণশক্তি ফিরে পেলেন ৩৭ জন

   সিলেটে বাড়তে পারে তাপমাত্রা

সিলেটে বাড়তে পারে তাপমাত্রা

সিলেট তীব্র গরমে মারা গেলেন একজন

সিলেট তীব্র গরমে মারা গেলেন একজন

সিসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এক মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থী

সিসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এক মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থী

সিলেটে  মাদক মামলায় জাকিরের ১৪ বছরের কারাদণ্ড

সিলেটে মাদক মামলায় জাকিরের ১৪ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান

হবিগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান