বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

অভিনয় ছেড়ে ধর্মে মনযোগী চিত্রনায়িকা পপি

সিলেটের জমিন ডেস্ক

২০২৩-০৫-২৫ ০৪:৩৭:৪১ /

ঢাকাই সিনেমার এক সময়ের নায়িকা পুষ্পিতা পপি। ২০১৯ সালে হঠাৎ করেই চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। মূলত ধর্মের কারণেই অভিনয় ছেড়েছিলেন তিনি।

জানা গেছে, শুধু চলচ্চিত্রকে বিদায় জানাননি, জানিয়েছেন চলচ্চিত্র ছেড়ে শুধু নিজেকেই আড়াল করেননি, হয়েছেন দেশান্তরী। স্বামীর সঙ্গে পাড়ি জমিয়েছেন ইউরোপের দেশ ফ্রান্সে। সামাজিকমাধ্যম থেকেও সরিয়ে ফেলেছেন আগের সব ছবি।

সম্প্রতি এই নায়িকা গণমাধ্যমে জানান, ‘ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য সিনেমা ছেড়ে দিয়েছি। আমি বাকি জীবন ইসলামি আদর্শে কাটাব। আর কখনোই আমাকে পর্দায় দেখা যাবে না। এখানে স্বামী সংসার নিয়ে আছি। ভবিষ্যতে আল্লাহপাক যা করবেন, যেভাবে চালাবেন সেভাবেই চলব। সবার কাছে দোয়া চাই।’

জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমার মাধ্যমে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে।

প্রসঙ্গত, পুষ্পিতা পপি আলোচনায় আসেন ‘পাঙ্কু জামাই’ সিনেমায় অভিনয় করে। এতে তিনি শাকিব খানের প্রথম প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়াও ‘কখনও ভুলে যেও না’, ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’। এটি ২০১৯ সালে মুক্তি পায়।

সিলেটের জমিন/ ২০২৩-০৫-২৫

এ জাতীয় আরো খবর

ওসমানীতে কক্লিয়ার ইমপ্লান্ট : এক বছরে শ্রবণশক্তি ফিরে পেলেন ৩৭ জন

ওসমানীতে কক্লিয়ার ইমপ্লান্ট : এক বছরে শ্রবণশক্তি ফিরে পেলেন ৩৭ জন

   সিলেটে বাড়তে পারে তাপমাত্রা

সিলেটে বাড়তে পারে তাপমাত্রা

সিলেট তীব্র গরমে মারা গেলেন একজন

সিলেট তীব্র গরমে মারা গেলেন একজন

সিসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এক মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থী

সিসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এক মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থী

সিলেটে  মাদক মামলায় জাকিরের ১৪ বছরের কারাদণ্ড

সিলেটে মাদক মামলায় জাকিরের ১৪ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান

হবিগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান