উধাও প্রবাসী স্বামীর সব নিয়ে স্ত্রী সুমি

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

উধাও প্রবাসী স্বামীর সব নিয়ে স্ত্রী সুমি

সিলেটের জমিন ডেস্ক

২০২৩-০৮-১৬ ১২:০৬:১৬ /

পরকিয়ার সম্পর্কে জড়িয়ে সৌদি প্রবাসী স্বামীর কয়েক লক্ষ টাকার মালামাল ও স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী উদাও। ভোক্তভোগী স্বামী জাকির হোসেনের অভিযোগ তাকে ডিভোর্স না দিয়েই তার স্ত্রী সেলিনা আক্তার সুমি (২৫)।
অপর আরেকজনের সাথে দিব্বি সংসার করে যাচ্ছেন। প্রতারক স্ত্রী জাকির হোসেনের সাথে বিয়ের সময়ে তার আরেকটি বিয়ের সংবাদ গোপন করে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। বিয়ে করে তিনি প্রবাসে গিয়ে নিজের একটি বাড়ি নির্মাণের জন্য কষ্টার্জিত অর্থসহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার স্ত্রী সুমির কাছে জমা রাখেন। প্রবাসে চাকরি করে মাস শেষে বেতন পেয়েই স্ত্রীর বিকাশে মাধ্যেমে টাকা পাঠিয়ে দিতেন স্ত্রী সেলিনা আক্তার সুমির কাছে। তিনি হঠাৎ করে দেশে আসার খবর শুনেই। স্ত্রী বাসার সকল মালামাল, নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেন আরেক পরকিয়ার নাগরের সাথে। এর ঘটনায় তাকে সহযোগীতা করেন সুমি মা শাবানা বেগম ও ভাই জুনেদ আহমদ। আলোচিত ঘটনাটি ঘটে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নিজ স্বরসতী গ্রামে।
এ ঘটনায় দেশে এসে ভুক্তভোগী স্বামী জাকির হোসেন সিলেট আদালত ও গোলাপগঞ্জ থানায় একাধিক মামলা মোকদ্দমা করেন। পালিয়ে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে বিভিন্ন ভাবে চেষ্টা করেন। কিন্তু নিজের দেওয়া টাকা পয়সা ও স্ত্রীকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে আবার প্রবাসে ফিরে যান তিনি। সিলেট আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের পরাইচক গ্রামের মৃত বাহা উদ্দিনের ছেলে সৌদি প্রবাসী জাকির হোসেন সিলেটের একটি মেলাতে দেখে ভালবেসে বিয়ে করেন এয়ারপোর্ট থানার সাহেব বাজার পিরেরগাওঁ এলাকার চাঁন মিয়ার মেয়ে সেলিনা আক্তার সুমি বেগম (২৫) কে। অথচ এর আগেও  সুমির একটি বিয়ে হয়েছিলো জসিম নামের একজনের সাথে। সেই জসিমের বাড়ি পিরেরগাওঁ সাহেব বাজার এলাকায়, তার পিতার নাম বতু মিয়া। সেই সংসারে সুমির জুহা আক্তার দীপা (৫) ও নোহা আক্তার (২) নামের দুটি সন্তান রয়েছে। কিন্তু জাকিরকে বিবাহকালে সুমি তার আগের বিয়ের খবরটি গোপন রাখেন। মেলায় পরিচয়ের পর ২০২২ সালে ২২ নভেম্বর সেলিনা আক্তার সুমি ও জাকির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ১ লক্ষ টাকা দেনমাহরে তাদের বিবাহ রেজিষ্টারী করেন স্থানীয় কাজি। নিজের বাড়িতে না নিয়ে সেলিনা আক্তার সুমিকে নিয়ে প্রায় দেড় মাস সংসার করেন জাকির হোসেন। সে সময় তারা  গোলাপগঞ্জ উপজেলা সদরের স্বরসতি গ্রামের ফখর লন্ডনীর বাড়িতে একটি বাসা ভাড়া নেন। দেড় মাস সংসার করার পর ভাড়া বাসায় স্ত্রী সেলিনা আক্তার সুমিকে রেখে সৌদি আরবে চলে যান জাকির হাসেন। সেখানে গিয়ে স্ত্রীর কাছে প্রায় ৫লক্ষ টাকা জমা রাখেন বাড়ি নির্মাণের জন্য।

স্ত্রীকে জানিয়ে গত ২৪/৩/২০২৩ ইং তারিখে দেশে আসেন জাকির। দেশে আসার পর বাসা তালাবদ্ধ দেখে প্রতিবেশীদের কাছে জানতে পারেন তার স্ত্রী সেলিনা আক্তার সুমি অপর আরেকজনের সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে গত ২০/২/২০২৩ ইং রাত অনুমান ১১ টার দিকে বাসার সকল মালামাল নিয়ে চলে গেছেন। দীর্ঘ খোঁজা খোঁজির পর শশুর বাড়িতে গিয়ে জানতে পারেন তার স্ত্রী তাকে তালাক না দিয়ে আরেক প্রবাসীকে বিয়ে কওে সংসার করছে। সেখানে গিয়ে তিনি সুমির আগের বিয়ের খবর জানতে পারেন। এসময় তিনি তার টাকা স্বর্ণালঙ্কার ও স্ত্র কে ফিরে পেতে শশুর বাড়ির লোকদের অনুরোধ করলে তারা উল্টো জাকির হোসেনকে অপমান করে তাড়িয়ে দেয়।
হঠাৎ করে ১/৫/২০২৩ জাকির হোসেনর স্ত্রী সুমি তাকে ফোন করে বলে তাকে বিকাশে ১০ হাজার টাকা পাঠালে সে ঐ স্বামীকে ছেড়ে আবার জাকিরের কাছে চলে আসবে। নতুবা সে আর তার সংসার করবেনা। আর এ নিয়ে বেশী বাড়াবাড়ি করলে মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বে। নতুন সংসারে সে সুখে আছে। এ ঘটনার পর জাকির হোসেন বাদী হয়ে সিলেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলা নং ২২৮/২০২৩ ইং। থানার এসাআই আসাদুজ্জামান মামলার তদন্তভার পেয়ে  তদন্ত কালে জানতে পারেন। জাকিরের স্ত্রী সহ শশুরবাড়ীর লোকজন পরোধনলোভী তারা এভাবে বিয়ের নাটক করে প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়াই তাদের পেশা। জাকির হোসে ঐ মামলা স্ত্রী সেলিনা আক্তার সুমি, সুমির মা শাহানা বেগম, ও সুমির ভাই জুনেদকে আসামী করেন। তাদের যোগ সাজসেই সুমি জাকিরের টাকা পয়সা ও মালামাল নিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন, ২০২২ সালে সিলেটের একটি মেলায় প্রবাসী জাকির ও সুমির পরিচয় হয়। ২২/১১/২০২২ ইং তাদের বিয়ে করেন।

স্বরসতি গ্রামের ফখর লন্ডনীর বাড়িতে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। মাস দেড়েক পরে গত ৭/১/২৩ ইং তারিখে প্রবাসী জাকির সৌদি আরব চলে গেলে, গৃহ নির্মাণের জন্য বিভিন্ন মাধ্যেমে সুমির কাছে রাখা প্রায় ৫ লক্ষ টাকা ও ২ লক্ষ ৭৩ হাজার টাকার স্বণালঙ্কারসহ বাসার মালামাল নিয়ে সুমি পালিয়ে যায় গত ২০/২/২০২৩ ইং। তদন্তকালে জানা যায়, ৮ বছর পূর্বে জসিম নামের একজনের সহিত সুমির বিবাহ হয়। সে সংসারে জুহা আক্তার দীপা (৫) ও নোহা আক্তার (২) নামের দুটি সন্তান রয়েছে। পরে জাকিরকে বিয়ে করার সময়ে সেই স্বামীকে সুমি তালাক দেয়। জাকির বিদেশ চলে গেলে সুমি তার মা ও ভাইয়ের প্ররোচনায় আরেজন প্রবাসীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পালিয়ে যায়।
পুলিশী তদন্তকালে ঘটনাটি প্রমানিত হওয়ায় গোলাপগঞ্জ থানা পুলিশের এসআই আসাদুজ্জামান, সেলিনা আক্তার সুমি, তার মা শাবানা বেগম, ভাই জুনেদের নামে ৪০৬/৪২০/৮৯৮/৪৯৫/৩৮/৫০৬ (২) ধারায় আদালতে চার্জসীট দাখিল করেন।

সিলেটের জমিন/বুধবার, ১৬ অগাস্ট ২০২৩


এ জাতীয় আরো খবর

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : মারা গেলেন আরও একজন

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : মারা গেলেন আরও একজন

গণধর্ষণের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে  ৬ জন গ্রেফতার

গণধর্ষণের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে ৬ জন গ্রেফতার

নিঝুম দ্বীপে গিয়েও রক্ষা পেলনা জকিগঞ্জের লিচু হত্যা মামলার আসামিরা

নিঝুম দ্বীপে গিয়েও রক্ষা পেলনা জকিগঞ্জের লিচু হত্যা মামলার আসামিরা

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

 ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ