নেইমারের রেকর্ড গড়ার ম্যাচে ব্রাজিলের বড় জয়

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন

নেইমারের রেকর্ড গড়ার ম্যাচে ব্রাজিলের বড় জয়

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক

২০২৩-০৯-০৯ ০১:৫২:৪১ /

নেইমারের জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন অঞ্চলের ম্যাচে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এদিন প্রথম গোলটি করে নিজ দেশের সবচেয়ে বড় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান নেইমার। পরে আরও একটি গোল করেন। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল এখন এই আল হিলাল ফরোয়ার্ডের (৭৯)।

এদিন নেইমারের মতোই জোড়া গোল করেছেন রদ্রিগো। অন্য গোলটি রাফিনিয়ার। যেখানে ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল শুরুটা দাপটের সঙ্গেই করে ব্রাজিল। বল দখল ও আক্রমণ দুটিতেই এগিয়ে ছিল দলটি।

খেলার ১৫তম মিনিটে রদ্রিগো-নেইমারের সমন্বিত আক্রমণের চাপ সামলাতে না পেরে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় বলিভিয়া। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি নেইমার। তবে ২৪ মিনিটে রাফিনিয়ার শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকালেও সেই বল বলিভিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে রদ্রিগোর সামনে। কাছাকাছি জায়গা থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দিতে বেগ পেতে হয়নি রিয়াল তারকাকে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও দাপুটে ফুটবল খেলে। যেখানে ৪৭তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে ২-০ গোলের লিড এনে দেন রাফিনিয়া। ৫৪তম মিনিটে নেইমারের দারুণ এক চিপ শট থেকে তৈরি হওয়া আক্রমণে গিমারায়েসের কাছ থেকে বল পেয়ে জোড়া গোল করেন রদ্রিগো। কিন্তু অফসাইড পজিশনে থাকা রিচার্লিসন বলিভিয়ান খেলোয়াড়কে বাঁধা দিয়েছেন কিনা সেটা লম্বা সময় ধরে ভিআরের পরীক্ষা-নিরীক্ষার পরই গোলের সিদ্ধান্ত দেন রেফারি।

ম্যাচের ৬১ মিনিটে দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। এই গোলটি করে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলে এককভাবে চূড়ায় উঠেছেন এই ফরোয়ার্ড। এর ফলে পেলের ৭৭ গোল ছাড়িয়ে নেইমারের ৭৮ গোলে ওঠেন। পরে অবশ্য সেটিকে ৭৯–তে নিয়ে যান নেইমার।

চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন নেইমার।

সিলেটের জমিন/শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩


এ জাতীয় আরো খবর

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : মারা গেলেন আরও একজন

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : মারা গেলেন আরও একজন

গণধর্ষণের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে  ৬ জন গ্রেফতার

গণধর্ষণের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে ৬ জন গ্রেফতার

নিঝুম দ্বীপে গিয়েও রক্ষা পেলনা জকিগঞ্জের লিচু হত্যা মামলার আসামিরা

নিঝুম দ্বীপে গিয়েও রক্ষা পেলনা জকিগঞ্জের লিচু হত্যা মামলার আসামিরা

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

 ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ