
জগন্নাথপুরে হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০২৩-০৯-১১ ০৯:০৬:১৬ / Print

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী হাসপাতাল পয়েন্ট শান্তিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর নির্বান হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জগন্নাথপুর পৌরসভার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বাজার সেক্রেটারি ও সহ-সেক্রেটারি পদে অংশ নিতে ১১ সেপ্টেম্বর সোমবার ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক মির্জা দিলওয়ার হোসাইনের কাছ থেকে পৌরসভা থেকে সেক্রেটারি পদে সাবেক সেক্রেটারি মোঃ বিলাল আহমদ, সহ-সেক্রেটারি পদে আল মোমিন ও এসএম মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর কামাল হোসেন, শাহিন মিয়া, আলাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, নির্বাচন সহকারী বিপ্লু রঞ্জন সরকার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের জমিন/সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

