নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:০৮ অপরাহ্ন

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক

২০২৩-০৯-১৫ ১০:১৫:৫৫ /

পাকিস্তান ও শ্রীলংকার কাছে হেরে চলমান এশিয়া কাপের সুপার ফোর থেকেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মতো এশিয়া কাপ অভিযান শেষ করবেন টাইগাররা। সাকিবদের জন্য এ ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার ম্যাচ! কেননা, জিতলেও ফাইনাল খেলা হবে না তাদের। তবে শেষ ম্যাচটি জিতে দেশে ফিরতে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল তিনি বলেন, ‘চাওয়া-পাওয়ার আছে অবশ্যই। যদি আমরা শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি, সেটি আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না, শুধু জিততে চাই।’ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার সুপার ফোর পর্বের শেষ ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।

সাকিবের অধিনায়কত্বে ২০২৩ এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে শ্রীলংকার কাছে হারলেও আফগানিস্তান ম্যাচটি জিতে সুপার ফোর নিশ্চিত করেন টাইগাররা। জয়ের ছন্দটা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ধরে রাখতে পারেননি। টানা দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই তাদের সুপার ফোর থেকে বিদায় নিশ্চিত হয়। সাকিবরা এখন শেষ ম্যাচটিকে পাখির চোখ করেছেন। বিশ^কাপের আগে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতলে তাদের আত্মবিশ^াস অনেকটাই বাড়বে বলে মনে করছেন অধিনায়ক। তবে প্রতিপক্ষ হিসেবে সাকিব ভারতকে ‘বড় হুমকি’ বলে মনে করেন। দলের সবাই সেরাটা দিতে পারলে এ ম্যাচের ফল নিজেদের পক্ষে আসতে পারে বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের ফল। গত বছর বাংলাদেশ সফরে আসা ভারতকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন স্বাগতিকরা। তবে এশিয়া কাপের আসরে রোহিত শর্মার দলকে হারানো মোটেও সহজ হবে না! দারুণ ছন্দে আছেন ২০১৮ আসরের চ্যাম্পিয়নরা। প্রথম দল হিসেবে আগেই তারা এ আসরের ফাইনাল নিশ্চিত করেছে। এ ছাড়া এশিয়া কাপেও দুদলের মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ভারত। ১৪ ম্যাচের ১৩টিতেই জয়ের স্বাদ পেয়েছে। সবশেষ ২০১৬ ও ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় টাইগারদের।

ভারত ম্যাচের আগে গত দুদিন অনুশীলন করেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে মুশফিককে ছাড়াই মাঠে নামতে হবে। স্ত্রীর পাশে থাকতে এ ম্যাচ থেকে ছুটি নিয়েছেন তিনি। মুশফিক না থাকায় একাদশে সুযোগ পেতে পারেন আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এ ছাড়া বাড়তি স্পিনার হিসেবে দলে নাসুমের থাকাটা একপ্রকার নিশ্চিত! তবে বাংলাদেশ-ভারত ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টিতে ম্যাচটি প- হয় কিনা, সেটিই দেখার অপেক্ষা!

সিলেটের জমিন/শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩


এ জাতীয় আরো খবর

কবি রাধাপদের ওপর এ কেমন নির্যাতন!

কবি রাধাপদের ওপর এ কেমন নির্যাতন!

আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ক্ষমা নেই : প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ক্ষমা নেই : প্রধানমন্ত্রী

দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল

নিখোঁজের ৫ দিন পর ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর ছাত্রের মরদেহ উদ্ধার

 চলতি মাসের ভারী বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে বন্যা হতে পারে

চলতি মাসের ভারী বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে বন্যা হতে পারে