
স্বামীর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে স্ত্রীর আত্মহত্যা

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-০৯-১৫ ১০:০৭:৫২ / Print

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে স্বামী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় নিজ পেটে ছুরি মেরে আত্মহত্যা করেছেন তাসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূ।
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।তাসলিমা আক্তার উপজেলার নুরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী।
স্থানীয় ও স্বজনরা জানান, কুরবান আলীকে সুদের ওপর ঋণ এনে দেন তার শ্বশুর। সেই টাকা পরিশোধ করতে না পারায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাসলিমা নিজ পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি মেম্বার দুদু মিয়া ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটের জমিন/শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

