
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে মুখ খুললেন ওমর সানী

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-০৯-১৭ ০৮:১২:০৮ / Print

সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই যাচ্ছে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। পেয়াজ, ডিম, আলু ও শাক-সবজিসহ নিত্যপণ্যের বাজার লাগাম ছাড়া। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক ওমর সানী।
ঢাকাই সিনেমার এই অভিনেতা সমকালীন প্রায় সকল বিষয় নিয়েই কথা বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি প্রায়ই নানা অসঙ্গতি নিয়ে সরব থাকেন। বরাবরের মতো এবারও সাধারণ মানুষের কাতারে দাঁড়ালেন ওমর সানী। নিজের ফেসবুকে ওয়ালে এ নায়ক লিখেছেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব, আর পারছি না রাষ্ট্র।
সর্বশেষ ওমর সানীকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
সিলেটের জমিন/রোববার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

