
জকিগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ১

সিলেটের জমিন নিউজ
২০২৩-০৯-১৯ ০২:৪৬:১৪ / Print

সিলেট -জকিগঞ্জ সড়কে নওয়াগ্রাম যাত্রী ছাউনীর সামনে পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে।জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলশাহ ইউনিয়নের নওয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
আহতের পরিচয়, জকিগঞ্জ উপজেলার খাসেরা গ্রামের আব্দুল আজিজের ছেলে জয়নাল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলশাহ ইউনিয়নের নওয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জয়নালকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করছেন জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল।পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আটগ্রাম বাজারের পাশে নোয়াগ্রাম যাত্রী ছাউনীর সামনে পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, আহত হয়েছেন।
সিলেটের জমিন/মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

