
তারাপুর চা বাগান শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সিলেটের জমিন নিউজ
২০২৩-০৯-২৩ ০২:৩৪:২১ / Print

বকেয়া বেতন প্রদানের দাবি ও বাগানের জায়গায় দোকানকোটা নির্মাণের প্রতিবাদ এবং সেগুলো উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের তারাপুর চা বাগানের শ্রমিকরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চা শ্রমিকরা তারাপুর চা বাগান সংলগ্ন (সিলেট-সুনামগঞ্জ সড়কের লিংক রোড) সড়ক অবরোধ করে রাখেন।
দুপুর ১টার দিকে জালালবাদ ও এয়ারপোর্ট থানাপুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে তারাপুর বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, বাগান ম্যানেজার এবং স্থানীয় কাউন্সিলরদের মধ্যে বৈঠকে বসে। তবে বৈঠকে উদ্ভূত সমস্যার সমাধান না হওয়ায় ফের রাস্তায় নামার হুমকি দিচ্ছেন শ্রমিকরা।
আন্দোলনরত চা শ্রমিক সঞ্জীব রায় বলেন- ‘প্রধানমন্ত্রী ঘোষিত বেতনের বকেয়া টাকাগুলো পুরো আমরা এখনো পাইনি। এছাড়া গত দুই সপ্তাহের রানিং বেতনও আটকা পড়েছে। আমরা বেতন প্রদানের দাবি জানালে বাগানের মালিকপক্ষ, বিশেষ করে ম্যানেজার আমাদের হুমকি-ধমকি প্রদান করেন।’
তিনি আরও বলেন- ‘রাগীব আলী মেডিকেলের পাশে তারাপুর চা বাগানের কিছু জায়গা অবৈধভাবে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। এই জায়গায় ৩টি দোকানকোটা নির্মাণ করা হচ্ছে। রাতের আঁধারে এসব কাজ হয়। আমরা এসব নির্মাণাধীন দোকানকোটা উচ্ছেদের দাবি জানাই।’
সঞ্জীব রায় বলেন- ‘দুপুরের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি না। সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত কমিটির বৈঠক রয়েছে। বৈঠক থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হতে পারে।’
অভিযোগগুলোর বিষয়ে জানতে তারাপুর চা বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তীর মুঠোফোনে একাধিকার কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, শ্রমিকদের অভিযোগ- তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। সেগুলো দিলে তারা কাজে যোগ দিবেন। তারা বৃহস্পতিবার থেকে কাজে যাচ্ছেন না। আর তাদের আরেকটি অভিযোগ হচ্ছে- চা বাগানের জায়গা থেকে দোকানকোটা উচ্ছেদ করতে হবে। এ বিষয়ে আজ সন্ধ্যার পরে বৈঠক রয়েছে। আশা করি সমাধান হবে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে আমরা গিয়ে অবরোধ তুলে দেই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ধ্যার পর তারা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করবেন।
সিলেটের জমিন/শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

