
তাইওয়ানে গলফ বল কারখানায় আগুন, দমকলকর্মীসহ নিহত ৬

সিলেটের জমিন আন্তর্জাতিক ডেস্ক
২০২৩-০৯-২৩ ০৬:২৬:০৯ / Print

তাইওয়ানে একটি গলফ বল কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে। নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মী, যারা একটি বিস্ফোরণে মারা গেছেন।
পিংতুং কাউন্টি সরকার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এবং সারা রাত ধরে চলা আগুনে শতাধিক লোক আহত হয়েছে, যাদের অধিকাংশই শ্রমিক। এ ছাড়া একজন দমকলকর্মী ও তিনজন নিখোঁজ রয়েছে।
বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে বেশ কিছু মানুষ ভেতরে আটকা পড়েছিল।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট মর্গে থামেন এবং হাসপাতালে আহতদের দেখতে যান।
জরুরি প্রতিক্রিয়া কর্মীদের উদ্দেশে প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি তাদের কঠোর পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং দয়া করে নিরাপদে থাকুন।’
পিংটুং ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, কারখানার ভেতরে সংরক্ষিত রাসায়নিক পারঅক্সাইড একটি বড় ও কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে।
সিলেটের জমিন/ শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

