
ওসমানী হাসপাতাল থেকে পরিচ্ছন্নতাকর্মীর লা’শ উদ্ধার

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-০৯-২৭ ০৮:৫৮:১২ / Print

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালটির পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে এসএমপি’র কোতোয়ালী মডেল থানা পুলিশ।
নিহত ব্যক্তি মো. আলী হোসেন (৫২)। তিনি ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ওসমানী হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে কীট নাশকের একটি বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।
সিলেটের জমিন/বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

