স্টেকহোল্ডারদের সাথে বাংলাদেশ বেতারের সভা অনুষ্ঠিত

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন

স্টেকহোল্ডারদের সাথে বাংলাদেশ বেতারের সভা অনুষ্ঠিত

পাভেল আহমেদ

২০২৩-০৯-৩০ ০৭:২৭:২৫ /

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো: ইরফানের সভাপতিত্বে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অবহিতকরণ, অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩) বাংলাদেশ বেতার সদর দপ্তরের সভাকক্ষে দিন ব্যাপী এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: আল আমিন খান-এর সঞ্চালনায় অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব শেষে “স্মার্ট বাংলাদেশ ও নিউ মিডিয়ার অগ্রযাত্রায় বাংলাদেশ বেতার” শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো: ইরফান। বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ, প্রধান প্রকৌশলী মো: তৌহিদুর রহমান, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) মো: ছালাহ্ উদ্দিন ও কামাল আহমেদ, পরিচালক (অনুষ্ঠান) এস এম আবুল হোসেন, পরিচালক (সদর দপ্তর) মো: আরিফুল ইসলাম, পরিচালক (সংগীত) সায়েদ মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক (বহির্বিশ্ব কার্যক্রম) শাহানাজ বেগম, পরিচালক (বার্তা) কেন্দ্রীয় বার্তা সংস্থা মোছা: তানিয়া নাজনীন, শ্রোতাক্লাব প্রতিনিধি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট  দিদারুল ইকবাল ((S21DAL) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নাট্য শিল্পী, সংগীত শিল্পী, সংবাদ পাঠক-পাঠিকা, অনুষ্ঠান ঘোষক-ঘোষিকা, ধারাভাষ্যকার এবং বাংলাদেশ বেতারের সাথে যুক্ত অন্যান্য শিল্পী, কলাকুশলী,  ও বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে এই সভাটি অনুষ্ঠিত হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো: ইরফান বেতার নিউমিডিয়ায় আত্তীকরণের যৌক্তিকতায় বেতার মাধ্যমের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি স্মার্ট বাংলাদেশের মহাসড়কে বাংলাদেশ বেতার সেই ১৯৩৯ সালের ১৬ই ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৯ই আগস্ট পর্যন্ত ৭টি ধাপে কিভাবে এগিয়েছে তাও তুলে ধরেন। এছাড়া বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশেষ করে মোবাইল সংযোগ, ইন্টারনেট ব্যবহার, ফেসবুক, ইউটিউব এবং ইন্সট্রাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা চিত্র, বেতারে নিউমিডিয়া সংশ্লিষ্ট গৃহীত ৩টি উদ্যোগ, নিউমিডিয়ার উদ্যোগের ফলে সৃষ্ট ৪টি প্রভাব, নিউ মিডিয়ায় বাংলাদেশ বেতারের বর্তমান অবস্থা (আগস্ট ২০২৩ পর্যন্ত) সম্পর্কে একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে দেখা যায় ১,৪৫,৬৪,২৭৬ (এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ চৌষট্টি হাজার দুইশত ছিয়াত্তর) জন ব্যবহারকারী কোন না কোন ভাবে যুক্ত ছিলেন। উদ্যোগ পরবর্তী কয়েকটি জনপ্রিয় অনুষ্ঠানের দৃশ্যমান পরিবর্তন কেমন হয়েছে তাও এখানে দেখানো হয়।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেষে উন্মুক্ত আলোচনায় আমন্ত্রণ জানালে শ্রোতাক্লাব প্রতিনিধিদের পক্ষ থেকে শ্রোতাদের স্বার্থ সংশ্লিষ্ট বেশকিছু প্রস্তাব তুলে ধরেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান দিদারুল ইকবাল ((S21DAL)। তিনি বাংলাদেশ বেতার কর্তৃক “শ্রোতা ক্লাব নীতিমালা” প্রণয়ন বিষয়ে বিশেষ করে একটি শ্রোতা ক্লাবে কি কি থাকতে হবে, কি ধরনের শর্ত মেনে চলতে হবে এবং শ্রোতাক্লাবের রেজিষ্ট্রেশন পেতে কি কি তথ্য/ডকুমেন্ট কিভাবে পাঠাতে হবে এসব বিষয়ে ৩২টি পয়েন্ট তুলে ধরেছেন। এছাড়া শ্রোতা ক্লাবের কাজের গতিশীলতা আনতে ক্লাবের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন কিভাবে একটি নির্দিষ্ট ফরমেটের মাধ্যমে সংগ্রহ করে বছর শেষে সংগৃহীত সকল ক্লাবের তথ্য পরীক্ষা-নিরিক্ষা করে ক্লাবগুলোকে মূল্যায়ন বা পুরস্কৃত করা যেতে পারে তা তুলে ধরেন। তিনি এসংক্রান্ত ১৮টি সুপারিশের একটি ফর্মুলা তুলে ধরেন এবং বলেন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ”স্মার্ট বাংলাদেশ” গঠনে বেতার কর্তৃপক্ষ পাশাপাশি শ্রোতা ক্লাব সংগঠকরাও অনন্য ভূমিকা রাখতে পারবেন।  

এসময় আরো উপস্থিত ছিলেন, কিংবদন্তি শিল্পী খুরশিদ আলম, বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, মীর নাদর আহমদ, আলেয়া ফেরদৌসী, বাংলাদেশ স্পোর্টস কমেনটেটরস ফোরামের সভাপতি আলফাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো: সামসুল ইসলাম, রুহুল সাখাওয়াত, বিসিএস (তথ্য প্রকৌশলী) বে. ক. ক. সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ বেতার, ঢাকার আঞ্চলিক পরিচালক এ বি এম মাহবুবুর রহমান,  রেডিও টুডে-র সানজিদা রহমান যুথী, নিউজ প্রেজেন্টারস সোসাইটি বাংলাদেশের মহাসচিব রেহানা পারভীন,  মো: শাহ আলম, মো: শামসুল আলম, নিজস্ব শিল্পী সংস্থার সভাপতি মো: মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক জসল্লাদ ব্যানার্জী, বাংলাদেশ বেতার ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: এরশাদুল ইসলাম খান, সংগীত শিল্পী মমতাজ রহমান লাবনী, কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর টেকনিক্যাল অফিসার মো: রেজাউল করিম, বাণিজ্যিক কার্যক্রমের উপ-পরিচালক মোহম্মদ নাজমুল হুদা প্রমুখ। 

সিলেটের জমিন/শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৩


এ জাতীয় আরো খবর

ঋণ নেই, দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

ঋণ নেই, দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

বুধবার দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

বুধবার দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

স্ত্রীকে হত্যার পর ১৭ বছর আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর ১৭ বছর আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার

সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়

সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়

  কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

সিসিকে কাউন্সিলরদের ভোটে ৩ প্যানেল মেয়র নির্বাচিত

সিসিকে কাউন্সিলরদের ভোটে ৩ প্যানেল মেয়র নির্বাচিত