
ঘুরতে গিয়ে খাদে বাস, নিহত ৮

সিলেটের জমিন আন্তর্জাতিক ডেস্ক
২০২৩-১০-০১ ১১:৪৯:৩৩ / Print

ভারতের তামিলনাড়ুর মারাপালাম এলাকায় একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০-২৫ জন যাত্রী।রোববার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী ওই বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করেন।
কুনুর সরকারি হাসপাতালের জয়েন্ট ডিরেক্টর পলানি স্বামী জানিয়েছেন, ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। তার দেওয়া তথ্য অনুসারে এই দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জন পর্যটক আহত হয়েছেন।
পুলিশ জানায়, বাসটি কোয়েম্বাটোর জেলার উটি থেকে মেট্টুপালায়মের দিকে যাচ্ছিল। মাঝপথে কুনুরের কাছে দুর্ঘটনাটি ঘটে।এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলেও জানান তিনি।
সিলেটের জমিন/রবিবার, ০১ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

