
নিখোঁজের ৫ দিন পর ছাত্রের মরদেহ উদ্ধার

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-১০-০২ ০১:০৯:৩০ / Print

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পাঁচদিন পর অষ্টম শ্রেণীর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রামিমুল হাসান বিজয় (১৪) নামে ওই ছাত্র শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার রোমান বেপারীর ছেলে ও একই এলাকার শতদল ইন্টার গার্ডেনের অষ্টম শ্রেণীর ছাত্র।
রোববার সন্ধ্যায় শ্রীপুরের কর্ণপুর এলাকার শালবনের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।
ছাত্রের চাচা জুয়েল বেপারী ও পরিবারের অন্যান্য সদস্যরা জানান, গত (২৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বিজয় বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে একইদিন রাতে বিজয়ের চাচা জুয়েল বেপারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মরদেহের সন্ধান পায় এবং উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কয়েকজনকে আটক করা হয়েছে।
সিলেটের জমিন/সোমবার ● ২ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

