
নিয়োগ দেবে গিরিধর উচ্চ বিদ্যালয়

সায়মন মিয়া
২০২৩-১০-০৩ ১০:১৬:৩৪ / Print

নিয়োগ দেবে গিরিধর উচ্চ বিদ্যালয়
সরকারী বিধি, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ মোতাবেক গিরিধর উচ্চ বিদ্যালয়, নওয়াগাঁও, ডাক- আনন্দপুর, শাল্লা, সুনামগঞ্জের জন্য
শূন্যপদে ট্রেড এসিস্ট্যান্ট (অ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিক্স, পূর্বনাম ড্রেসমেকিং), ট্রেড এসিস্ট্যান্ট (ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন), কম্পিউটার
ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া (প্রতি পদে ০১ জন করে) আবশ্যক।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সোনালী ব্যাংক, শাল্লা শাখা, সুনামগঞ্জের অনুকূলে সকল পদের জন্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
(অফেরৎযোগ্য), ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের সত্যায়িত কপি এবং মোবাইল নম্বরসহ প্রধান শিক্ষক বরাবর
আবেদন করুন।
প্রধান শিক্ষক
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৩ অক্টোবর ২০২৩ইং
সিলেটের জমিন/মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

