
পদ্মায় জেলের জালে ধরা পরলো ৪৪ কেজির বাঘাইড়

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-১০-০৪ ১০:১৬:৫৬ / Print

পদ্মায় জেলের জালে ধরা পরেছে বিশাল আকৃতির বাঘাইড় মাছ । বুধবার ৪ অক্টোবর ভোর রাতে ৭ নং ফেরি ঘাটের অদূরে জেলে শ্যামল দত্তের জালে মাছটি ধরা পরে। জেলে শ্যামল দত্ত সহ অন্যরা মিলে মাছটি ধরে নদীর পাড়ে নিয়ে আসেন।
পরে সকালে দৌলতদিয়া বাজারে দুলাল চাকলাদারের মৎস্য আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নুরু ও আজগর ১২ শত ৫০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটির ওজন হয়েছিলো ৪৪ কেজি । এ সময় বিশাল আকৃতির মাছটি এক নজর দেখতে উৎসুক জনতারা ভিড় জমায়।
সিলেটের জমিন/বুধবার ● ৪ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

ফেইসবুক পেইজ
সর্বশেষ সংবাদ
