
আজমিরীগঞ্জে টানা বৃষ্টিতে ৯৭৫হেক্টর জমি তলিয়ে গেছে। দিশেহারা কৃষক

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-১০-০৬ ০৮:৫৪:০১ / Print

আজমিরীগঞ্জে গত ৩ অক্টোবর মঙ্গলবার বিকেল থেকে ৬ অক্টোবর শুক্রবার মুষলধারে ৪ দিনের টানা বৃষ্টির কারণে ৯৭৫ হেক্টর আমন ধানের কৃষি জমি পানিতে তলিয়ে গেছে । অকালে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকেরা। এছাড়া ঘরবন্দি হয়ে পড়েছেন খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষ। গ্রামীণ কৃষকদের একমাত্র সম্বল কৃষি জমি তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। বৃষ্টি না থামায় তলিয়ে যাওয়া জমির পরিমাণ বেড়েই চলেছে।
আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের শুক্রীবাড়ি গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন বলেন, বৃষ্টির পানিতে আমার ১০ক্ষের(২৮০শতক) রোপন করা আমন ধানের জমি সর্বনাশ হয়েগেছে । সদর ইউনিয়নের এক কৃষক জুয়েল মিয়া বলেন, ‘ এক নাগাড়ে বৃষ্টি পড়ায় আমার ৫ক্ষের ক্ষেত(১৪০শতক) আমন ধানের জমি দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। একই এলাকার কৃষক বিমল মিয়া জানান, আমন ধানের ২৫ক্ষের(৭০০শতক) জমি বৃষ্টির কারণে তলিয়ে গেছে যার মোট খরচ হয়েছিল ২লক্ষ টাকা। এখন পুরোটাই ক্ষতি হয়েগেছে।
আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষক মন্টু মিয়া বলেন, আমার ২৫ ক্ষের(৭০০শতক) নিচু জমি তলিয়ে গেছে । এদিকে বৃষ্টি না কমাতে তলিয়ে যাওয়া কৃষি জমির সংখ্যা বেড়েই চলেছে।
আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ বলেন, আজমিরীগঞ্জ উপজেলায় ৭ হাজার ৮শত ১০ হেক্টর আমন রোপন করা হয়েছে। ৯শত ৭৫ হেক্টর নিচু জমি তলিয়ে গেছে। সাধারণত আমরা কৃষকদের নিচু জমিতে রোপণ করতে নিষেধ করে থাকি কিন্তু দেখা যায় তারা ঝুঁকি নিয়েই রোপণ করে। উপজেলার জলসুখার পাটুলী পাড়া হাওরটি উচু সেখানে কোন সমস্যা হয়নি তাছাড়া নিচু জমি যাদের তলিয়ে গেছে সরকারের পক্ষ থেকে কোন সহযোগিতা আসলে আমরা ক্ষতিগ্রস্তদের অনুদান দিয়ে সাহায্য করব।
সিলেটের জমিন/শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

