
দুর্দান্ত বোলিংয়ে আফগানদের ১৫৬তেই আটকে দিল বাংলাদেশ

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক
২০২৩-১০-০৭ ০২:০১:১৬ / Print

আফগানিস্তানের ইনিংসে শুরুতে জোড়া উইকেট তুলে নেন সাকিব আল হাসান। এরপর তার পথ অনুসরণ করে উইকেটের মিছিলে যোগ দেন অন্য বোলাররাও। এতে রহমানুল্লাহ গুরবাজের প্রতিরোধের যে চেষ্টা, তাও বিফলে চলে যায়। যে কারণে বাংলাদেশের বোলিং তোপে বিপর্যস্ত আফগানিস্তান মাত্র ১৫৬ রানেই গুঁটিয়ে গেল।
শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুই ব্যাটারের জুটিতে দলীয় পঞ্চাশের দিকেই এগিয়ে যাচ্ছিল তারা।
তবে দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। নবম ওভারে সাকিবের বলে তরুণ তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচে দিয়ে বসেন ইবরাহিম জাদরান। সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ডানহাতি এই ব্যাটার।
এরপর রহমত শাহকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন গুরবাজ। কিন্তু আফগান শিবিরে আবারও আঘাত হানেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার। ১৬তম ওভারের প্রথম বলে কাভারে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন। রহমত ২৫ বলে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর গুরবাজের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে আফগানদের টেনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। তৃতীয় উইকেটে তারা দুজনে মিলে ৩৯ রানের জুটি গড়ে চাপ শামাল দেওয়ার চেষ্টা করছিলেন। তবে ২৫তম ওভারে এই জুটি ভাঙেন অফ স্পিনার মিরাজ।
মিরাজের অফ স্টাম্পের বাইরের বল টেনে মারার চেষ্টা ছিল শহীদির। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি, ক্যাচ যায় তাওহিদ হৃদয়ের হাতে। ৩৮ বলে ১৮ রানে ফেরেন আফগান দলপতি। ঠিক পরের ওভারটিতে আরেকটি সাফল্য পায় বাংলাদেশ। এবার মুস্তাফিজ ফেরান ওপেনার গুরবাজকে। অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করতে চেয়েছিলেন ব্যাটার। তবে ক্যাচ উঠে যায় ডিপ পয়েন্টে। তালুবন্দি করতে ভুল হয়নি তানজিদ হাসানের। ৪৭ রানে ফেরেন গুরবাজ। ৬২ বলে ৪টি চারের সঙ্গে ছয় ১টি মারেন আফগান ওপেনার।
সিলেটের জমিন/শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

