
পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ

সিলেটের জমিন ডেস্ক
২০২৩-১০-০৮ ০৪:২৭:৪৬ / Print

কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৩-২৪ ইংরেজি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) কলেজের আইসিটি ভবনে সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
কলেজ শাখার প্রভাষক আক্তার হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য আব্দুল জলিল, আফজল হোসেন বতুল্লাহ , পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ মদরিছ আলী, অত্র প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফয়জুল করিম, কলেজ শাখার শাহানুর বেগম, মাকসুদা বেগম, কামাল হোসেন, আবুল আলা রুশদী, সুহেল রানা, আবু নাসের মোহাম্মদ খসরু, বরকত উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক আমিনুর রহমান জসিম, শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সহায়ক রহিম উদ্দিন প্রমুখ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে তোমরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা পালন করবে। তোমাদের কাছে এই প্রত্যাশা আমাদের। শিক্ষাঙ্গন জ্ঞানের ভাণ্ডার, আর তোমরা হলে জ্ঞানপিপাসু। এ শিক্ষা সাগর থেকে জ্ঞান আহরণ করে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবে। সে শিক্ষার আলোকে তোমরা নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিলো।
সিলেটের জমিন/রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

