
দক্ষিণ কোরিয়ায় সংবর্ধিত হয়েছেন সার্কের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম

পাভেল আহমেদ
২০২৩-১০-০৮ ০৯:২৭:১৯ / Print

দক্ষিণ কোরিয়ায় সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব ও রোটারিয়ান ড. মির শাহ আলম।
গত বৃহস্পতিবার সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে তাকে প্রথমে সংবর্ধনা দেয়া হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি মারুফ আহমদ, উপদেষ্টা গিরিজ প্রসাদ ভট্টাচার্য্য শান্ত, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- দক্ষিণ কোরিয়া শাখার সভাপতি এ্যাডভোকেট রফিক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: নূরুন নবী, মাসুম খান, মো: জাহাঙ্গীর আলম, মাওলানা শামসুদ্দীন, মো: আব্দুল মুমিন, মো: বদরুল ইসলাম, মো: শহীদ খান সুরুজ, আলী আহমদ, শেখ রুম্মান আহমেদ, মাওলানা আরিফুল ইসলাম, ওসমান গনি সুমন, কমল হোসেন, হাফিজ কাওসার হামিদ, বেলাল হোসেন, মো: রুহুল আমিন, মো: শফিকুল ইসলাম,আব্দুর রহিম, মো: আশরাফুল ইসলাম, আব্দুল মুবিন, সালাউদ্দিন প্রমুখ। এরপূর্বে ড. মির শাহ আলম দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- দক্ষিণ কোরিয়া শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।
এসময় মুসলিম উম্মাহ দক্ষিণ কোরিয়ার সভাপতি এ্যাডভোকেট রফিক আহমদ চৌধুরী, মো: নূরুন নবী, মো: আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। তারা মির শাহ আলমকে স্বাগত জানানোর পাশাপাশি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. মির শাহ আলমের সফরকালীন সময়ে খাপ্পাই মসজিদ এন্ড ইসলামিক সেন্টার এবং মুসলিম উম্মাহ ইন সাউথ কোরিয়ার বাংলাদেশী প্রবাসীদের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হয়। মির শাহ আলম তার সফরকালে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন, পর্যটন স্পট ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যবেক্ষণ ও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের লোকদের সাথে সাক্ষাৎ করেন এবং দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাঙালি কমিউনিটিদের নিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর দক্ষিণ কোরিয়া শাখা গঠন করেন।
ড. মির শাহ আলম ৮ম বিসিএস (কৃষি) ও ৯ম বিসিএস (তথ্য) উত্তীর্ণ বাংলাদেশ বেতার সদর দপ্তরের পরিচালক এবং সিলেট ও বরিশাল বেতার কেন্দ্রের সাবেক আঞ্চলিক পরিচালক ছিলেন। একজন সৎ, যোগ্য, দক্ষ ও পরিশ্রমী সরকারী কর্মকর্তা হিসেবে তিনি ২০২০ সালে অবসর গ্রহণ করেন। তিনি শিক্ষামন্ত্রণালয়ের ফেলো হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণায় কাজ করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ অনেক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন ও গবেষণা ছাড়াও সাংবাদিকতা বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভের কৃতিত্ব অর্জন করেন।
সিলেটের জমিন/রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

