
নয়াপল্টনে যুব সমাবেশ শুরু

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-১০-১৬ ০৫:০৫:৪৬ / Print

এক দফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। বেলা ১১টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা আসতে শুরু করেন।
এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটের জমিন/সোমবার ● ১৬ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

ফেইসবুক পেইজ
সর্বশেষ সংবাদ
