
সিলেট হাবিবনগর চা বাগানে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাভেল আহমেদ
২০২৩-১০-১৬ ০৮:৪৫:৫৩ / Print

সিলেট জৈন্তাপুর উপজেলায় উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক একাধিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৪ অক্টোবর ২০২৩, শনিবার বিকেল ৩টায় সিলেট জৈন্তাপুর উপজেলায় ৬নং চিকনাগুল ইউনিয়নের হাবিবনগর চা বাগানে এক আনন্দঘন পরিবেশে ক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- হাবিবনগর চা বাগান শাখা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাখা ক্লাবের সাধারণ সম্পাদক সুজলা বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। এসময় তারা ক্লাবের ইতিহাস, আন্তর্জাতিক অর্জন, লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর কেক কেটে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও সদস্য লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- হাবিবনগর চা বাগান শাখার উপদেষ্টা ও চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুমন কালিন্দী, একি ক্লাবের উপদেষ্টা ও পঞ্চায়েত সদস্য নজরুল সরদার এবং আলী আকবর, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- হাবিবনগর চা বাগান শাখার যুগ্ম সম্পাদক মোছা: মাহমুদা আক্তার সখি, কার্যনির্বাহী সদস্য বৈশাখী রাউতিয়া, সুমনা বাউরী, গঙ্গা রিকিয়াশন, নরেশ রিকিয়াশন ও তাপস কর্মকার, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান শাখার উপদেষ্টা নিখিল কুমার দাস, মনজিলা রায়, হাবিবা আক্তার, নয়ন বাউরি, মুক্তা, শাহীন আলম, ময়নুল ইসলাম, সামাদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১লা অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব বাংলাদেশ যা আজকের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। এই ক্লাবের মাধ্যমে বেতার এবং শ্রোতাদের মধ্যে যুগসূত্র স্থাপন ছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা সহ সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সিলেটের জমিন/সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

ফেইসবুক পেইজ
সর্বশেষ সংবাদ
