দেশে এমপিও ভুক্ত ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিলেট বিভাগে ১টি!

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন

দেশে এমপিও ভুক্ত ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিলেট বিভাগে ১টি!

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট

২০২৩-১০-১৮ ০২:৫৫:২১ /

বিশেষ বিবেচনায় দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এমপিও নীতিমালা ২০২১ এর বিশেষ ২২ ধারায় এমপিওভুক্ত হয় এসব প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়,  সরকারের মন্ত্রী-এমপিদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় দেশের  ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠাকে  এমপিওভুক্ত করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে সোমবার (১৬ অক্টোবর) অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সরকারি অর্ডার (জিও) জারি করা হয়। তবে এ তালিকায় কোনো কারিগরি ও মাদ্রাসা নেই।

সূত্র জানায়, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সিলেট বিভাগের একমাত্র গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখা এমপিও ভুক্তি হয়েছে। এর আগে, গত মার্চে মন্ত্রী ও এমপিদের ডিও লেটারের (বেসরকারি পত্র) পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। তবে শিক্ষামন্ত্রীর নির্বাচনী আসনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার পর সরকারের উচ্চ মহলে চাপ তৈরি করেন অনেক মন্ত্রী। এরপর গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশেষ বিবেচনায় ৯১টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হয়।  

উল্লখ্য, ২০২১ সালে ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের অধীনে দুই হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।  এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করা হবে বলে গত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা।

এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী, ১০০ নম্বরের মূল্যায়নের ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়। ১০০ নম্বরের মূল্যায়নের মধ্যে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা (৩০ নম্বর), পরীক্ষার্থীর সংখ্যা (৩০ নম্বর) এবং পাবলিক পরীক্ষায় পাসের হার (৪০ নম্বর)। তবে, এ নীতিমালার ২২ ধারায় বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল করে এমপিওভুক্তির বিধান রাখা হয়েছে। এদিকে সিলেট বিভাগের মধ্যে দেশের  ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে একমাত্র গোয়াইনঘাট উপজেলার হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখাকে এমপিও ভুক্তি করায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক সোহরাওয়ার্দী, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আসলাম, সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক উপকমিটির সদস্য সাংবাদিক ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।

সিলেটের জমিন/বুধবার, ১৮ অক্টোবর ২০২৩


এ জাতীয় আরো খবর

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ আবাসিক হলে ফাটল

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ আবাসিক হলে ফাটল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ইয়াহইয়া চৌধুরীকে ইসির তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ইয়াহইয়া চৌধুরীকে ইসির তলব

দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল

দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত

‘ভুল রাজনীতির জন্য অনেকে বিএনপি থেকে সরে গেছে’

‘ভুল রাজনীতির জন্য অনেকে বিএনপি থেকে সরে গেছে’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে বড় জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে বড় জয়