
কিউইদের ‘চারে চার’, পয়েন্ট টেবিলে বড় লাফ

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক
২০২৩-১০-১৮ ০৯:৫৮:২১ / Print

অঘটন আর ঘটানো হলো না আফগানিস্তানের। বর্তমান ওয়ানডে রানার্স-আপ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। অন্যদিকে আফগানদের সঙ্গে জয়ের পর ‘চারে চার’ জয় নিয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে কিউইরা। এই জয়ের ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে কিউইরা।
বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ দশমিক ৪ ওভারে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে যায় আফগানরা।
কিউইদের ২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ এর আগেই টপ-অর্ডারের চারজনকে হারিয়ে ফেলে আফগানরা। আর দলীয় ১০৭ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসে তারা। এরপর আর লড়াইয়ে ফেরা হয়নি তাদের। শেষ পর্যন্ত ৩৪ দশমিক ৪ ওভারে ১৩৯ রানে অল-আউট হয়ে যায় হাসমতউল্লাহর দল।
এদিন রহমত শাহ আর আজমতউল্লাহ ওমরজাই ছাড়া কোনো আফগান ব্যাটারই লড়াই করতে পারেননি। রহমত শাহর ব্যাট থেকে ৩৬ আর আর ওমরজাইয়ের ব্যাট থেকে এসেছে ২৭ রান।
ব্ল্যাক-ক্যাপসদের হয়ে মিচেল স্যান্টনার আর লুকি ফার্গুসন নেন তিনটি করে উইকেট নিয়েছেন।এর আগে, সাবলীল ব্যাটিংয়ে দারুণ শুরু করেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। তবে দ্রুতই ফেরেন ওপেনার কনওয়ে। ৩০ রানে উদ্বোধনী জুটি ভেঙে দেন মুজিব উর রহমান। ব্যক্তিগত ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন কনওয়ে।
কনওয়ের ফেরার ধাক্কা বেশ শক্তভাবেই সামাল দেন রাচিন ও ইয়াং। এই জুটিতে ১০০ ছাড়ায় কিউইদের দলীয় সংগ্রহ। তবে ইয়াংয়ের ফিফটির পরপর আবারও ধাক্কা খায় দলটি। আখিলের ক্যাচ বানিয়ে তাকে ফেরান ওমরজাই। ৩ ছক্কা ও ৪ চারে ব্যক্তিগত ৫৪ রানে ফেরেন এই ওপেনার।
এরপর দলীয় ১১০ রানেই জোড়া উইকেট হারায় ওয়ানডে বিশ্বকাপের বর্তমান রানার্স-আপরা। ওমরজাইয়ের জোড়া শিকার হয়ে রাচিন (৩২) ফেরার পর ড্যারি মিচলকে ব্যক্তিগত ১ রানে ফেরান রশিদ খান।
পঞ্চম উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফিলিপস। তবে ইনিংসের একদম শেষ দিকে ৪৮তম ওভারে এই জুটি ভাঙেন আফগান পেসার নাভিন। ৪ চার ও ছক্কায় ব্যক্তিগত ৭১ রানে প্যাভিলিয়নে ফেরেন ফিলিপস।
তার ফেরার পরপরই ফেরেন কিউই অধিনায়ক লাথাম। নাভিনের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৬৮ রানের কার্যকরী এক ইনিংস।শেষ দিকে মার্ক চ্যাপম্যানের ১২ বলে ২৫ রানের ক্যামিওতে ২৮৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।আফগানদের হয়ে আজমতুল্লাহ ওমরজাই ও নাভিন উল হক দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া রশিদ ও মুজিবের শিকার একটি করে উইকেট।
সিলেটের জমিন/বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

