
ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক
২০২৩-১০-১৯ ০৯:০২:১৮ / Print

বিশ্বকাপে বাংলাদেশ দলের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর খেই হারিয়ে ফেলে সাকিবরা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে বেশ বড়সড় একটা ধাক্কাই খেয়েছেন তারা। পুনেতে আজ স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টাইগার শিবিরে দুশ্চিন্তা সাকিব আল হাসানকে নিয়ে। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীর চোটে পড়া সাকিবের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।
তাই গত ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আসতে যাচ্ছে নিশ্চিতই করেই সেটা বলা যায়। গতকাল ম্যাচের আগের দিনে চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন একাদশে পরিবর্তনের কথা।
ভারতের পুনের পিচে সাধারণত রানবন্যার পসরা দেখা যায়। সেই হিসেবে দলে বাড়তি বোলার খেলানোর কথাও ভাবছেন টাইগারদের প্রধান কোচ হাথুরু। গতকাল সংবাদ সম্মেলনে বলছিলেন, 'ভারতের বিপক্ষে আমাদের ভিন্ন পরিকল্পনা আছে। সম্ভবত উইকেট ও কন্ডিশন বিচারে আমরা ভিন্ন সমন্বয় নিয়ে নামব।'
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
সিলেটের জমিন/বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

