
ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক
২০২৩-১০-১৯ ০২:১০:৪২ / Print

আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারে ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। তাই বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আজকের ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৭তম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হাই-ভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। এর আগে টস জিতেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন সাকিব। গেল কয়েকদিন ধরে আলোচনা চলছিল তাকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আর পেসার তাসকিন আহমেদের জায়গায় বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
সিলেটের জমিন/বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

