ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক

২০২৩-১০-২২ ০৫:১০:২০ /

বিশ্বকাপের ২১তম ম্যাচে মুখোমুখি আসরে এখন পর্যন্ত অপরাজিত দুই দল স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। নিজেদের পঞ্চম ম্যাচে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে টিম ইন্ডিয়া। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় বিশ্বকাপ একাদশে প্রথমবার জায়গা পেলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই ভারতের মুখোমুখি বর্তমান রানার্স-আপ নিউজিল্যান্ড।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর আফগানিস্তান ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পর নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেসেখেলে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। ভারতের মত নিজেদের প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ডও। ৪ ম্যাচে সবগুলোতে জিতে সমান ৮ করে পয়েন্ট আছে নিউজিল্যান্ড ও ভারতের। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয়স্থানে আছে ভারত।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এরপর ওয়ানডেতে অনেকবার দেখা হলেও, বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষত ভুলতে পারেনি ভারত। এবার বিশ্বকাপ মঞ্চেই সেই ক্ষত মুছে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। এরমধ্যে এগিয়ে কিউইরা। ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড। ভারতের জয় ৩টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

    ভারতের একাদশ
 রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।  

    নিউজিল্যান্ড একাদশ
 ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

সিলেটের জমিন/রোববার ● ২২ অক্টোবর ২০২৩


এ জাতীয় আরো খবর

হঠাৎ অসুস্থ মেয়র আনোয়ারুজ্জামান, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ মেয়র আনোয়ারুজ্জামান, হাসপাতালে ভর্তি

সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিষেধাজ্ঞা দিলো হাইকোর্ট

সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিষেধাজ্ঞা দিলো হাইকোর্ট

সিলেট থেকে উড়াল দেওয়া লন্ডনগামী বিমানের জরুরি অবতরণ

সিলেট থেকে উড়াল দেওয়া লন্ডনগামী বিমানের জরুরি অবতরণ

চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ

চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ

রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ

রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী