
লেবানন থেকে দ্রুত মার্কিনিদের সরে যাওয়ার আহ্বান

সিলেটের জমিন আন্তর্জাতিক ডেস্ক
২০২৩-১০-২৩ ০১:৫৮:০০ / Print

ইসরায়েল ও গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা ছড়িয়েছে লেবাননেও। এ অবস্থায় নিজেদের নাগরিকদের লেবানন থেকে 'এখনই চলে যাওয়া উচিত' বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর মিডেল ইস্ট আই।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো ফর কনস্যুলার অ্যাফেয়ার্স লেবাননে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য একটি অ্যাডভাইজরি পোস্টে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতির কারণে যেসব মার্কিন নাগরিক লেবানন ছাড়তে চান, তাদের এখনই চলে যাওয়া উচিত। এখনও বাণিজ্যিক ফ্লাইট রয়েছে।
এদিকে ইসরায়েল জানিয়েছে, আজ সোমবার ভোরে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।
সিলেটের জমিন/সোমবার ● ২৩ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

ফেইসবুক পেইজ
সর্বশেষ সংবাদ
