ঘূর্ণিঝড় হামুনের আঘাতে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট

২০২৩-১০-২৫ ১২:৩৪:১৯ /

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে কক্সবাজার শহরের ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনা। গাছচাপা পড়ে কক্সবাজার ও মহেশখালীতে দুই জনের নিহতের খবর পাওয়া গেলেও তা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও চকরিয়ায় দেয়াল ধ্বসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৭টার দিকে হামুন উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়।

সন্ধ্যার পর থেকে বাতাসের গতি ছিল অনেক বেশি। সেসময়ে অনেক ঘরবাড়ি উড়ে গেছে। বড় বড় অনেক গাছও দুমড়ে মুচড়ে পড়েছে। শুধু তাই নয়, ভেঙে উড়ে গেছে দোকানপাটও।

কক্সবাজার শহরের মতো মহেশখালী ও কুতুবদিয়ায় ভেঙেছে গাছগাছালি। এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে টেকনাফ-সেন্টমার্টিনে ঝড়ের বড় প্রভাব পড়েনি।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ভোলার ওপর দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রমের কথা ছিল ঘূর্ণিঝড় হামুনের। তবে গতিপথ পাল্টে ঝড়টি কক্সবাজারের কুতুবদিয়ার ওপর দিয়ে আগামী ১০ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে।

তিনি বলেন, হামুন গতিপথ পাল্টেছে। ঘূর্ণিঝড়ের মূল অংশ উপকূল অতিক্রম করা শুরু করেছে। ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে এটি উপকূল অতিক্রম করবে। বর্তমানে বাতাসের বেগ ৭০-৮০ কিলোমিটার। এছাড়া ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড় হামুনের কারণে সৃষ্ট ঝড়ো বাতাসে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে পুরো কক্সবাজার শহর।

এদিকে বিদ্যুৎ না থাকায় বিঘ্ন হচ্ছে টেলিযোগাযোগসেবাও। অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। এছাড়া সন্ধ্যা থেকে দেখা দেয় মোবাইল নেটওয়ার্ক জটিলতা। তবে কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পল্লী বিদ্যুৎ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।


সিলেটের জমিন/ বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩


এ জাতীয় আরো খবর

ঋণ নেই, দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

ঋণ নেই, দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

বুধবার দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

বুধবার দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

স্ত্রীকে হত্যার পর ১৭ বছর আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর ১৭ বছর আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার

সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়

সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়

  কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

সিসিকে কাউন্সিলরদের ভোটে ৩ প্যানেল মেয়র নির্বাচিত

সিসিকে কাউন্সিলরদের ভোটে ৩ প্যানেল মেয়র নির্বাচিত