
সিলেটে পুলিশের দুই মামলায় আসামি বিএনপি-জামায়াতের ৩শ নেতাকর্মী

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-১০-৩০ ১২:৫৯:৪১ / Print

সিলেটে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ শ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় পুলিশ বাদি হয়ে মামলা দুটি দায়ের করে।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন, রোববার রাতে মামলা দুটি দায়ের করা হয়েছে। দুই মামলায় ১৫০ করে অজ্ঞাত ৩ শ জনকে আসামি করা হয়েছে। দুটি-ই নাশকতার মামলা।গতকাল হরতাল চলাকালে বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করা হয়। এই দুই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, বিএনপি-জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে সিলেট সকাল সাড়ে আটটার পর থেকে দুপুরের পর পর্যন্ত স্থানে স্থানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের পিকেটিং চলে। বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাস, রিকশা ও লেগুনায় আগুন দেন। ভাঙচুর করেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। এসময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।
পুলিশের দাবি- বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় সিলেটে তাদের ৫ সদস্য আহত হয়েছেন।আটককৃতদের আজ গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
সিলেটের জমিন/সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

এ জাতীয় আরো খবর

