বলিউডের ‘বাদশা’র জন্মদিন আজ

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন

বলিউডের ‘বাদশা’র জন্মদিন আজ

সিলেটের জমিন বিনোদন ডেস্ক

২০২৩-১১-০২ ০২:১৩:১৭ /

ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ এবং ব্যর্থ; হ্যাঁ, পরপর পাঁচটি ছবিতে তিনি ব্যর্থ হয়েছেন। যাকে বলা হয় বলিউড ইন্ডাস্ট্রির রাজা, তার সিনেমার এমন লাগাতার ব্যর্থতা। এটা দেখে ভক্তরা যেমন হতাশ হয়ে পড়ে, এর চেয়ে অধিক চিন্তা ভর করে তার মাথায়। বুদ্ধিমান হিসেবে তার খ্যাতি রয়েছে। সেটার পরিচয়টা এই দুঃসময়েও দিলেন। থামলেন। ভাবলেন। প্রস্তুতি নিলেন। আর ফিরলেন রাজার বেশেই।

চলতি বছরের শুরুতেই যেন নিজের সাম্রাজ্য দখলে নিলেন শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউডের অতীতের সব রেকর্ড গুঁড়ে দিলেন। হাজার কোটি রুপির বেশি আয় করা ছবিটির মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, ওয়ান্স আ কিং, অলওয়েজ আ কিং।

শাহরুখের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন যে ঝড়ে বক মরার মতো না, সেটাও প্রমাণ করলেন মাত্র কয়েক মাসের ব্যবধানে। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘জাওয়ান’ দিয়ে নিজেকেই ছাড়িয়ে গেলেন। এমন মাইলফলক তৈরি করলেন, যা নিকট ভবিষ্যতে হিন্দি সিনেমার কেউ ভাঙতে পারবে কিনা, সন্দেহ। বিশ্বব্যাপী ছবিটির বক্স অফিস কালেকশন প্রায় সাড়ে ১১শ কোটি রুপি।

টানা ব্যর্থতায় অনেক কটূক্তি ধেয়ে এসেছে তার দিকে। নানা সমালোচনা হয়েছে। তিনি ফুরিয়ে গেছেন, এমন কথাও অহরহ বলেছে নিন্দুকেরা। কিন্তু ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়ে তিনি যেন রূপকথার গল্প আরেকবার রচনা করলেন। না বলেও যেন বললেন, এভাবেও ফিরে আসা যায়...।

আজ, বৃহস্পতিবার (২ নভেম্বর) সেই রাজার জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ক্যালেন্ডারের বয়স ধরলে আজ তিনি ৫৮-তে পা রাখলেন। যদিও পর্যায় তার উপস্থিতি ও পারফর্মেন্স ত্রিশের তরুণের মতোই তেজোদীপ্ত।

ছোটবেলায় খেলাধুলায় ভীষণ দক্ষ ছিলেন শাহরুখ, বিশেষ করে ফুটবল ও হকিতে। ভেবেছিলেন সেদিকেই ক্যারিয়ার গড়বেন। কিন্তু একটা ইনজুরি তার প্রথম স্বপ্ন ভেঙে দেয়। এরপর যুক্ত হন দিল্লি থিয়েটার স্কুলে। সেখান থেকেই অভিনয়ে হাতেখড়ি, আগ্রহ, ভালোবাসা। চেষ্টা করতে করতে একটি টিভি সিরিয়ালে কাজের সুযোগ মেলে। ‘দিল দরিয়া’ নামের সেই ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল ১৯৮৮ সালে। কিন্তু এর কাজ বিলম্ব হওয়ার কারণে অন্য একটি সিরিয়ালের মধ্য দিয়ে অভিষেক হয় তার। সেটার নাম ‘ফউজি’। রাজকুমার কাপুর পরিচালিত সিরিজটি প্রচার হয় ১৯৮৯ সালে। প্রথমে এতে ছোট একটি চরিত্রে সুযোগ পান তিনি। পরে হয়ে যান মুখ্য চরিত্রের শিল্পী।

দিল্লির ছেলে, সেখানেই বাকি জীবন কাটবে ভেবেছিলেন। কিন্তু ১৬ বছর বয়সে বাবাকে হারানোর পর ১৯৯১ সালে তার জীবন থেকে বিদায় নেন মা-ও। বিষণ্ন মনে ভাবলেন, এ শহরে আর থাকবেন না। চলে এলেন মুম্বাই। কিন্তু বলিউড শহরের অলিগলি কিছুই চিনতেন না। টিভি সিরিয়ালে কাজের সুবাদে কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল। তারাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেউ থাকার জন্য ঘর দেন, কেউ খরচের জন্য অর্থ দেন। এভাবেই মুম্বাইতে ক্রমশ থিতু হন তিনি।

তার মধ্যে অদম্য চেষ্টা ছিল। আর সেই চেষ্টার পালে হাওয়া দিয়েছে ভাগ্য। যার সুবাদে মুম্বাইতে এসে কিছু দিনের মধ্যেই চারটি সিনেমায় কাজের সুযোগ পেয়ে যান শাহরুখ। ‘দিল আশনা হ্যায়’ নামের সিনেমা দিয়ে প্রথমবার রূপালি পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। তবে পর্দায় তার অভিষেক হয় ‘দিওয়ানা’ দিয়ে; ১৯৯২ সালে। প্রথম সিনেমাই হিট, সঙ্গে সেরা নবাগত অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার। ব্যাস, পরের গল্পটা যেন শুধুই এগিয়ে যাওয়ার। ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘বাজিগর’, ‘ডর’, ‘কাভি হা কাভি না’, ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাগুলো তাকে বলিউডের সবচেয়ে বড় তারকায় পরিণত করে।
শাহরুখ অভিনীত সিনেমার মধ্যে আরও রয়েছে ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাল হো না হো’, ‘চালতে চালতে’, ‘মাই নেম ইজ খান’, ‘দেবদাস’, ‘বীর জারা’, ‘ম্যায় হু না’, ‘স্বদেশ’, ‘ডন’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘রাব নে বানা দে জোড়ি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ইত্যাদি।

গত বছরের মতো এবারের জন্মদিনেও ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান। এ দিন প্রকাশ হবে তার নতুন ছবি ‘ডাঙ্কি’র টিজার। এছাড়া একটি অনুষ্ঠানে কথা বলবেন ভক্তদের সঙ্গে, বরাবরের মতো মান্নাতের ছাদবারান্দায় দাঁড়িয়ে ভক্তসমুদ্রের প্রতি জানাবেন কৃতজ্ঞতা। আর রাতে থাকছে বলিউডবাসীর জন্য জমকালো পার্টি।

সিলেটের জমিন/বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩


এ জাতীয় আরো খবর

ঋণ নেই, দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

ঋণ নেই, দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রীর

বুধবার দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

বুধবার দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

স্ত্রীকে হত্যার পর ১৭ বছর আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর ১৭ বছর আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার

সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়

সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়

  কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

সিসিকে কাউন্সিলরদের ভোটে ৩ প্যানেল মেয়র নির্বাচিত

সিসিকে কাউন্সিলরদের ভোটে ৩ প্যানেল মেয়র নির্বাচিত