
মেয়রের গাড়িচালক নিহত, মেয়র ও কাউন্সিলর সহ আহত ৪ নড়াইলে

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-১১-০৫ ০৫:০৮:১২ / Print

পৌরসভার মেয়রকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি চালক সুজন কর্মকার (৩৮) নিহত হয়েছেন। এসময় পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসহ ৪জন আহত হয়েছেন।
রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের ভওয়াখালী গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুজন কর্মকার সদরের মহিষখোলা গ্রামের নিরাপদ কর্মকারের ছেলে। আহত হয়েছেন মেয়র আঞ্জুমান আরা,সংরক্ষিত আসনের কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান ও সংগীয় মেশকাত লিটু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর মেয়রের নিয়মিত গাড়ি চালক ছুটিতে থাকায় অস্থায়ীভাবে চালক সুজন কর্মকারকে নিয়োগ দেয়া হয়েছে। আজ দুপুরে ভওয়াখালী গ্রামে একটি প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ফেরার পথে ওই গ্রামের ভিতরে রাস্তার মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালের সাথে ধাক্কা লাগে।
এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সুজনকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত মেয়র আঞ্জুমান আরাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে।
সিলেটের জমিন/রোববার ● ৫ নভেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

