ভারতের কলকাতায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ অপরাহ্ন

ভারতের কলকাতায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটের জমিন নিউজ

২০২৩-১১-০৮ ১০:৪৪:১৪ /

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় উদযাপন করা হয়েছে ইন্দোনেশিয়া, চীন ও ভারত থেকে আন্তর্জাতিক একাধিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

২৯ অক্টোবর ২০২৩, রবিবার সকাল ১০টায় পশ্চিমবঙ্গ কলকাতার এম.পি. বিড়লা তারামণ্ডল বা বিড়লা প্ল্যানেটরিয়াম (মহাকাশচর্চা কেন্দ্র ও জাদুঘর) কনফারেন্স হলে এক আনন্দঘন মনোমুগ্ধকর পরিবেশে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ শাখা, ভারত।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে ক্লাব সভাপতি ও হ্যাম কনভেনশনের প্রতিষ্ঠাতা শ্রী মহম্মদ আরিফ (VU2HRF)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব শ্রী স্নেহাশিস সুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) কলকাতার সাবেক পরিচালক ও চিত্রবাণীর পরিচালক শ্রী ফাদার পি জে জোসেফ এবং রেডিও ভুবনেশ্বর ও রেডিও আউটরিচ 90.8 এফএম-এর ডিরেক্টর, বার্ষিক আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ারের আহবায়ক ও ওডিশার কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক শ্রী সুব্রত কুমার পাতি। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।

আলোচনা সভার শুরুতে ক্লাবের ইতিহাস, আন্তর্জাতিক অর্জন এবং লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। নতুন নতুন শ্রোতা ও ডিএক্সার সৃষ্টির লক্ষ্যে এবং ডিএক্সিং কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বক্তব্য রাখেন শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, এ্যামেচার রেডিও (হ্যাম রেডিও) নিয়ে বক্তব্য রাখেন বেঙ্গল অ্যামেচার রেডিও সোসাইটির সভাপতি শ্রী সুরজিৎ কুমার দে (VU2SKD)। স্পন্সর প্রতিনিধিদের মধ্যে টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্সের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক শ্রী সব্যসাচী শোম, আর্টিফেক্স এডুকেশন গাইডেন্স সেন্টার (এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসিসি) ও সিকিম স্কিল ইউনিভার্সিটির শিক্ষা পরামর্শদাতা রামশা তুবা (VU3RTY), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ শাখা, ভারতের নেতৃবৃন্দ, ভারতের বিভিন্ন প্রদেশ ও জেলা থেকে আগত ডিএক্সার এবং বাংলাদেশের প্রতিনিধি ডিএক্সার বিধান চন্দ্র টিকাদার ও শ্রোতা কানন রানী টিকাদার সহ প্রায় পঁচাশিজন এসময় উপস্থিত ছিলেন।

এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিড়লা প্ল্যানেটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ শাখার ওয়েবসাইট এবং এফএম ইন্টারনেট রেডিওর উদ্বোধন করেন। এছাড়া লাকী ড্র এর মাধ্যমে প্রধান পুরস্কার বিজয়ী শ্রোতাবন্ধু অসমিত তরফদারের হাতে উন্নত ব্র্যান্ডের পোর্টেবল ডিজিটাল রেডিও এবং অন্য ১১ জন বিজয়ীর হাতে মূল্যবান কলম ও ডায়েরি তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আগত সকল ডেলিগেটদের একটি করে কিট দেওয়া হয় যার মধ্যে ছিলো ক্রেস্ট, সার্টিফিকেট, আইডি কার্ড, ফাইল, কলম, প্যাড, আইবল কিউএসএল কার্ড, লটারী কুপন, অনুষ্ঠান সূচি, সার্ক পরিচিতি-লক্ষ্য ও উদ্দেশ্য, পশ্চিমবঙ্গ শাখার কার্যনির্বাহী সদস্যদের ছবি, সদস্য ফরম, স্পন্সর লিফলেট ইত্যাদি। এছাড়া অতিথি ও আলোচকদের ডেলিগেট কিটের পাশাপাশি সম্মাননা স্মারক ক্রেস্ট, প্রশংসাপত্র ও ডায়েরি প্রদান করা হয়। সার্ক পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী মহম্মদ আরিফের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি কেক কেটে সকল অংশগ্রহণকারীদের সাথে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। মধ্যাহ্ন ভোজ ও গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১লা অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব যা আজকের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) নামে পরিচিত। এই ক্লাবের মাধ্যমে দেশ-বিদেশের বেতার এবং শ্রোতাদের মধ্যে সেতুবন্ধন তৈরী ছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা ও সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সিলেটের জমিন/বুধবার, ০৮ নভেম্বর ২০২৩


এ জাতীয় আরো খবর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ইয়াহইয়া চৌধুরীকে ইসির তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ইয়াহইয়া চৌধুরীকে ইসির তলব

দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল

দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত

‘ভুল রাজনীতির জন্য অনেকে বিএনপি থেকে সরে গেছে’

‘ভুল রাজনীতির জন্য অনেকে বিএনপি থেকে সরে গেছে’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে বড় জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে বড় জয়

ভূমিকম্প অনুভূত সিলেটে

ভূমিকম্প অনুভূত সিলেটে