
রাজধানীতে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আগুন

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট
২০২৩-১১-১০ ১১:৪০:৫২ / Print

ক্রবার (১০ নভেম্বর) ভোরে মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠের পাশে অবস্থিত কাউন্সিলর কার্যালয়টিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নেভায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ভোর ৬টা ১০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। কল্যাণপুরের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় সকাল ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় সকাল ৭টায়।
আগুনে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে থাকা কম্পিউটার ও কাগজপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সিলেটের জমিন/শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

ফেইসবুক পেইজ
সর্বশেষ সংবাদ
