
হেসেখেলেই বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক
২০২৩-১১-১১ ০৬:৫৭:৩৯ / Print

শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা আটের সমীকরণ আগেই সহজ করেছিল সাকিব বাহিনী। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালে নিশ্চিত হতো আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে তা করতে পারেনি টাইগাররা। ৩০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে হেসে-খেলেই বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে এখনও জিইয়ে আছে বাংলাদেশের আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টের স্বপ্ন। তবে সেক্ষেত্রে ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই নিশ্চিত হবে সাকিব-শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন।
শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মার্শের ক্যারিয়ার সেরা অপরাজিত ১৭৭ রানে ভর করে ৩২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে অজিরা।
সিলেটের জমিন/শনিবার, ১১ নভেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

