
জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০২৩-১১-১৪ ১০:৩২:১২ / Print

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকারি ভাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড প্যাকেটজাত বীজধান বিতরণ করা হয়েছে। জনপ্রতি ২ কেজি করে সাড়ে ৩ হাজার কৃষকদের মাঝে বীজধান বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। প্রথম দিনে ৪৫০ জন কৃষকদের মাঝে বিতরণ করা হয়। পরে ধারাবাহিক ভাবে বিতরণ অব্যাহত থাকবে।
১৪ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, রাপ্রচাই মারমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সুবিধাভোগী কৃষকরা অংশ গ্রহণ করেন। এতে বিনামূল্যে বিতরণকৃত ২ কেজি বীজধান দিয়ে কমপক্ষে এক বিঘা জমি আবাদ করা যাবে। তাই সময় মতো বীজধান পেয়ে উপকারভোগী কৃষকরা আনন্দিত হয়েছেন।
সিলেটের জমিন/মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

