
কিউইদের স্বপ্ন ভেঙে ফাইনালে ভারত

সিলেটের জমিন স্পোর্টস ডেস্ক
২০২৩-১১-১৫ ১১:০৭:৪০ / Print

নিউজিল্যান্ডের বোলারদের কচুকাটা করে প্রথমে রান-উৎসব করেছেন কোহলি-আইয়াররা! তাদের ঝোড়ো ব্যাটিংয়ে কিউইদের চারশো ছুই ছুই রানের লক্ষ্য দিয়েছিল তারা। জিততে হলে এই পাহাড় টপকে নতুন করে ইতিহাস লিখতে হতো কিউইদের। তা করতে পারেনি কেন উইলিয়ামসনের দল। ৭০ রানের জয়ে ফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিকরা।
বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ফাইনালে ওঠার মিশনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানের বিশাল পুঁজি পায় ভারত। ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি হাকানো বিরাট কোহলি ১১৭ ও শ্রেয়াস আইয়ার ১০৫ রানের ইনিংস খেলেন।
জবাবে ৩৯৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ৩২৭ রানেই গুঁটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ব্যাট হাতে ড্যারেল মিচেল লড়াকু সেঞ্চুরির পর থামেন ১৩৪ রানে। অধিনায়ক কেইন উইলিয়ামসন ৬৯ ও গ্লেন ফিলিপস ৪১ রান করেন। এছাড়া বল হাতে একাই ৭ উইকেট শিকার করে কিউই শিবির তছনছ করে দেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
সিলেটের জমিন/বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

