
নিয়োগ দেবে সারীঘাট উচ্চ বিদ্যালয়

সায়মন মিয়া
২০২৩-১১-১৬ ১১:৪১:২১ / Print

নিয়োগ দেবে সারীঘাট উচ্চ বিদ্যালয়
সারীঘাট উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর, সিলেটে সরকারী নিয়োগবিধি মোতাবেক শূন্যপদে ০১ জন করে কম্পিউটার ল্যাব অপারেটর, ট্রেড এ্যাসিস্ট্যান্ট (সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি), ট্রেড এ্যাসিস্ট্যান্ট (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস), পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক এবং আয়া নিয়োগ করা হবে।
প্রত্যেক পদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও ৫০০/= টাকার ব্যাংক ড্রাফটসহ (অফেরতযোগ্য) প্রধান শিক্ষক বরাবর আবেদনের শেষ তারিখ ০৩/১২/২৩ ইংরেজি।
প্রধান শিক্ষক ০১৭১০-৮০৮২৬০
সিলেটের জমিন/বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

এ জাতীয় আরো খবর

ফেইসবুক পেইজ
সর্বশেষ সংবাদ
