জ্যৈষ্ঠের তাপদাহে কদর বেড়েছে তাল শাঁসের

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন

জ্যৈষ্ঠের তাপদাহে কদর বেড়েছে তাল শাঁসের

জাবেদ এমরান

২০২৩-০৫-৩১ ১০:২৯:০২ /

বিশেষ প্রতিবেদক : জ্যৈষ্ঠের তাপদাহে সিলেটে কদর বেড়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার এবং খনিজ উপাদান সমৃদ্ধ তাল শাঁসের।জ্যৈষ্ঠের খরতাপে এই কচি তালের শাঁস তৃষ্ণা মেটায়। কচি তালের শাঁসে যে পানি থাকে তা শরীরের পানির চাহিদা পূরণ করে। শরীরের ক্লান্তি দূর করে। ডাবের পানির মতোই একটি প্রাকৃতিক পানীয় খাবার এই কচি তাল। এই জন্য এর নামই দেওয়া হয়েছে পানিতাল বা তালের শাঁস। গ্রীস্মের এই গরমে পানিতাল খান, তৃষ্ণা মেটান।

গ্রীস্মের খা খা গরমে পানিতালেই ভরসা রাখে গ্রামের মানুষ। কয়েক বছর ধরে শহরের মানুষজনও তাল শাঁসের স্বাদ নিতে শুরু করেছেন।

বাঙালি জীবনে তাল বহুভাবেই আসে এবং আছে। ঘটি না ডুবলেও পুকুরের নাম ‘তালপুকুর’। কেনো তার সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তবে তালগাছ পুকুরের পাড়ে বেড়ে ওঠে। হতে পারে পুকুরে পড়বে পাকা তাল। তাতে তা ফেঁটে কাদামাখা হবে না। ফলে তাল চটকে, তাল বের করে বেশ করে তাল খেতে পারবেন। তবে এখনি এসব নিয়ে ভাবতে বসবেন না যেনো। তাতে এই গরমে তালগোল পাকিয়ে ফেলতে পারেন। আর তাতে দেখা গেলো তিলকে তাল বানিয়ে ফেলেছেন। তিলকে তাল বানাতে বাঙালির জুড়ি নেই। সে গল্পেও যাচ্ছি না। পাছে বৈদ্যুতিক ফ্যানের বাতাসে না কুলোয়! আর তালপাখার হাওয়া খেতে হয়। আর তাল পাতায় লেখা পুঁথির গপ্পে ডুবে যেতে হয়।

এরকমতো শুনেই থাকি- সবাই আছে যে যার তালে। তাই থাকুন। তাতে তালে বাজাতে পারবেন। তালে তাল মেলাতে পারবেন। বেতালে বাজিয়ে ধরা খাবেন না।

আসুন জেনে নিন কচি তালশাঁসের পুষ্টিগুণ সম্পর্কে-

ইলেক্ট্রোলাইট ভারসাম্য ঠিক রাখে:
উচ্চমাত্রায় সোডিয়াম এবং পটাসিয়াম মেলে তালের শাঁসে, যা শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ফলে গরমের ক্লান্তি দূর হয়।

পানিশূন্যতা রোধ করে:
তালশাঁসের প্রায় পুরোটাই পানি। গরমে শরীরের বাড়তি পানির চাহিদা মেটাতে সাহায্য করে এই ফল। তাই পানি ও পানি জাতীয় খাবারের পাশাপাশি সুমিষ্ট এই ফল খান গ্রীষ্মের প্রচণ্ড গরমে।

লিভার ভালো রাখে:
কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি লিভার থেকে ক্ষতিকর ও দূষিত পদার্থ বের করে দেয়।

রক্তশূন্যতা দূর করে:
আয়রন পাওয়া যায় এই ফলে। নিয়মিত খেলে তাই দূর হয়ে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার মতো সমস্যা।

কোষ্ঠকাঠিন্য দূর করে:
কোষ্ঠকাঠিন্য ও হজমের গণ্ডগোল দূর করতে বেশ কার্যকরী তালশাঁস। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এই ফল।

আরো কিছু উপকারিতা

তালশাঁসে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তিকে প্রখর করতে সাহায্য করে।
শরীরের জন্য উপকারী ভিটামিন সি ও বি কমপ্লেক্স মেলে এতে।
ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া ইত্যাদি রোধ করতে সাহায্য করে।
তালের শাঁসে থাকা ক্যালসিয়াম হাঁড় গঠনে দারুণ ভূমিকা রাখে।
তালশাঁস শরীরের কোষের ক্ষয় প্রতিরোধ।

সিলেটের জমিন/বুধবার, ৩১ মে ২০২৩


এ জাতীয় আরো খবর

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : মারা গেলেন আরও একজন

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : মারা গেলেন আরও একজন

গণধর্ষণের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে  ৬ জন গ্রেফতার

গণধর্ষণের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে ৬ জন গ্রেফতার

নিঝুম দ্বীপে গিয়েও রক্ষা পেলনা জকিগঞ্জের লিচু হত্যা মামলার আসামিরা

নিঝুম দ্বীপে গিয়েও রক্ষা পেলনা জকিগঞ্জের লিচু হত্যা মামলার আসামিরা

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

 ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ