বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

মস্কোয় বাংলাদেশের অনুষ্ঠানে কূটনীতিকদের মেলা

সিলেটের জমিন ডেস্ক রিপোর্ট

২০২৩-০৫-১৯ ০৭:৪০:৫২ /

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫২তম বার্ষিকী উপলক্ষে মস্কোয় বাংলাদেশ দূতাবাস স্থানীয় একটি হোটেলে এক সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিকরা, মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, অন্যান্য মার্কিন কূটনীতিকসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৬ মে) ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। এ ছাড়া যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, ভারতসহ ষাটের অধিক দেশের রাষ্ট্রদূত, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শীর্ষস্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।

রাষ্ট্রদূত কামরুল আহসান বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা তুলে ধরেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর প্রথম সোভিয়েত ইউনিয়ন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের যে ভীত রচিত হয়েছিল, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৩ সালের সফরের মাধ্যমে আরও সুদৃঢ় হয় বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ইউরিয়েভিচ রুদেনকো বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার বিশেষ ভূমিকার কথা উল্লেখ 

করে বলেন, রাশিয়া যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাইন ও ডুবে থাকা জাহাজ উত্তোলন করে বন্দরটিকে আবার সচল করে তোলে।

উপপররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসার পাশাপাশি দক্ষিণ এশিয়া তথা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও বাংলাদশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন তিনি।

সিলেটের জমিন/শুক্রবার, ১৯ মে ২০২৩

এ জাতীয় আরো খবর

ওসমানীতে কক্লিয়ার ইমপ্লান্ট : এক বছরে শ্রবণশক্তি ফিরে পেলেন ৩৭ জন

ওসমানীতে কক্লিয়ার ইমপ্লান্ট : এক বছরে শ্রবণশক্তি ফিরে পেলেন ৩৭ জন

   সিলেটে বাড়তে পারে তাপমাত্রা

সিলেটে বাড়তে পারে তাপমাত্রা

সিলেট তীব্র গরমে মারা গেলেন একজন

সিলেট তীব্র গরমে মারা গেলেন একজন

সিসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এক মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থী

সিসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এক মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থী

সিলেটে  মাদক মামলায় জাকিরের ১৪ বছরের কারাদণ্ড

সিলেটে মাদক মামলায় জাকিরের ১৪ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান

হবিগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান